Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৯:০৭ এএম


গাজীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাকচাপায় অটোরিকশায় থাকা ইট ভাটার তিন শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ভাউমান টালাবহ গ্রামের মোফাজ্জল (৬৫), একই গ্রামের জাহিদুল ইসলাম (৪০) ও শওকত আলী (৪২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে তিনজন ইট ভাটার শ্রমিক অটোরিকশায় করে স্থানীয় একটি ইট ভাটায় যাচ্ছিলেন। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্পের সামনে পৌঁছালে মহাসড়কের সার্ভিস লাইনে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে অটোরিকশায় থাকা ৫ যাত্রীকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

বাকি দুজন গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

এইচআর/ইএইচ

Link copied!