Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এক্সপ্রেসওয়ের পাশে মিলল মানুষের কঙ্কাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১১:০৬ এএম


এক্সপ্রেসওয়ের পাশে মিলল মানুষের কঙ্কাল

মুন্সীগঞ্জের শ্রীনগরের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পাশ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকাল ৩টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের দক্ষিণে এক্সপ্রেসওয়ের ঢাল থেকে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে পুলিশ। পরে ঝোপ সরিয়ে পুলিশ আরও বেশ কিছু হাড় পায়।

এ সময় কঙ্কালের পাশ থেকে একটি শার্ট ও মশারি উদ্ধার করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মানুষের মাথা ও হাড় সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। ডিএনএ টেস্ট করে পরিচয় জানাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ নেওয়া হচ্ছে।

ইএইচ

Link copied!