Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সরকারি সার মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১১:৪৮ এএম


সরকারি সার মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

যশোরের অভয়নগরে সরকারি সার মজুত রাখায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময় নকল বস্তা কারবারি একটি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

রোববার বিকালে উপজেলার নওয়াপাড়া সারের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ও অভয়নগর থানার পুলিশ।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, ১৫শ’ ২৩ বস্তা সরকারি সার অধিক দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করে রাখায় দি মনির এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দামে ওই সার বিক্রি করা হবে। বস্তা নকল করে বিক্রির করায় একজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুইটি বস্তার গুদাম তালাবদ্ধ করে রাখা হয়েছে।

ইএইচ

Link copied!