Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঝালকাঠিতে সাংবাদিককে মারধর করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০১:৪২ পিএম


ঝালকাঠিতে সাংবাদিককে মারধর করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

ঝালকাঠিতে ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি ও ঠিকাদার আব্দুল মন্নান তাওহীদকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

গ্রেপ্তার মনির শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

লিখিত অভিযোগে ভুক্তভোগী আব্দুল মন্নান তাওহীদ জানান, আসামি মনিরের সঙ্গে পূর্ব থেকেই ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছে তার। সেই বিরোধের জের ধরে গত ১২ ফেব্রুয়ারি সকালে মনির আমাকে বাসা থেকে পানি উন্নয়ন বোর্ডের সামনে আসতে বলে। আমি সেখানে আসলে মনির লোকজন নিয়ে আমাকে ঘাড় ধরে ধাক্কাতে ধাক্কাতে একটি  চায়ের দোকানের ভেতর ঢুকিয়ে দোকানের ঝাপ আটকিয়ে অবরুদ্ধ করে  হাতে থাকা রডের চিপ লাঠি দিয়ে আমাকে মারধর করতে থাকে।

এ সময় আমার পাঞ্জাবির পকেটে থাকা পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবনের রঙ ক্রয়ের জন্য রাখা ৭০ হাজার  টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মনিরকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!