Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জয়পুরহাটে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৩:১১ পিএম


জয়পুরহাটে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি ও একইসাথে প্রত্যেককে ৫০ হাজা টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে একজন পলাতক রয়েছে এবং মামলা চলাকালীন সময়ে ২ জন মৃত্যুবরণ করায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-১ম এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার মো. রব্বানী, মো. রাফিউল, মো. মোজাফ্ফর হোসেন, মোছা. আমিনা বেগম ও মোছা. সহিদা বেগম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খরের গাদা থেকে খর খোলার সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে আবু তাহেরকে হামলা করে আহত করলে তার ছেলে আবু হোসেন এগিয়ে আসলে আসামীরা তাকেও মারপিট করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা আবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং পরে বগুড়ার শজিমেকে ভর্তি করায়। 

অবস্থার অবনতি হলে হোসেন কে ঢাকার ইবনে সিনায় ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আবু তাহের ৪ এপ্রিল ৯ জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন। 

এইচআর

Link copied!