Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাহুবলে ডাকাতিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৪:৫৮ পিএম


বাহুবলে ডাকাতিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নারী ও শিশু নির্যাতন, হত্যা ও ডাকাতি মামলা সহ একাধিক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত ডাকাত আব্দুল আহাদ(৩৬)কে সোমবার র‍্যাব পুলিশের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার  করা হয়।

আহাদ মিয়াকে গ্রেপ্তারের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার চারগাঁও( আব্দাপটিয়া) গ্রামের মৃত রমিজ আলীর ছেলে আব্দুল আহাদ প্রকাশিত আহাদ মিয়া(৩৬)পেশায় একজন ডিআই পিকআপ ভ্যান গাড়ির কথিত ড্রাইভার।এ সুবাদে সে তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ডাকাতি ও ছিনতাই করে গুড়ে বেড়াচ্ছে। 

পুলিশ জানায় আহাদ মিয়ার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন, হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।রবিবার থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ শায়েস্তাগঞ্জ ও বাহুবল মডেল থানা পুলিশ মিলে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার তাকে গ্রেপ্তার  করতে সক্ষম হয় পুলিশ আহাদ মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার এস আই সমীরণ চন্দ্র দাস। 

এইচআর

Link copied!