Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

রায়পুরে ফার্মেসি-বেকারিকে অর্থদণ্ড

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৬:৩৭ পিএম


রায়পুরে ফার্মেসি-বেকারিকে অর্থদণ্ড
ছবি: আমার সংবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও খাবার রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের সম্মুখে এক ফার্মেসিকে ও শহরের মেইন রোডে অবস্থিত দুটি বেকারি মালিকের কাছ থেকে এ জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন।

এসময় ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক নুর হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে হাজী মেডিকেল হলকে ২৫ হাজার, স্টার বেকারিকে ১৫ হাজার ও ইসলামিয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, ফার্মেসিতে ২০২১ সালের আগে ও পরের মেয়াদ শেষ হওয়া ঔষধ পাওয়া গেছে। এবং বেকারিগুলোতে মেয়াদোত্তীর্ণ খাবার ও পণ্য  রাখার দায়ে দুই বেকারি মালিকের ৫০ হাজার যথাক্রমে ১৫ হাজার সহ সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এআরএস

Link copied!