Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লক্ষীছড়িতে পরিত্যক্ত এসএমজি ও গুলি উদ্ধার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১০:৩৬ এএম


লক্ষীছড়িতে পরিত্যক্ত এসএমজি ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়িতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী এসএমজি, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালের দিকে লক্ষীছড়ি থানার এসআই (নিঃ) মো. সেলিম মিয়া অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান ডিউটি করা কালে লক্ষীছড়ি বাজার এলাকায় অস্ত্র রাখা হয়েছে সংবাদ পেয়ে ভোর অনুমান সাড়ে ৬ ঘটিকার সময় পরিত্যক্ত অবস্থায় ১টি এসএমজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য থানা এলাকায় নিয়োজিত মোবাইল পার্টির সহায়তায় ঘটনাস্থলে প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় ১টি দেশীয় তৈরী এসএমজি। যাহা কাঠের বাটসহ লম্বা ৩১.৫ ইঞ্চি এবং কাঠের বাটটি লম্বা ৯ ইঞ্চি একটি ম্যাগাজিন ১ একটি সাদা সুতি গেঞ্জির ছেড়া কাপড়ে মোড়ানো অবস্থায় ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত অস্ত্রগুলি বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে ওসি অস্ত্রাগার, পুলিশ লাইন্স, খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রেরণ করা হয়েছে।

এইচআর

Link copied!