Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিঠাপুকুরে ছুরিকাঘাতে অটোভ্যান চালক নিহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:৫৬ পিএম


মিঠাপুকুরে ছুরিকাঘাতে অটোভ্যান চালক নিহত

রংপুরের মিঠাপুকুরের মিজাপুর ইউপির কুঠির পাড়া গ্রামের অটোভ্যান চালক আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ডাকাত দলের সদস্যরা।

সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয়।

এ ঘটনায় ডাকাত চক্রের একই এলাকার শিমুল আক্তার, রাকিব হাসান, আশিক মিয়া, শফিকুল ইসলাম অটোভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় লোকজন তাদেরকে অটোভ্যানসহ আটক করে রাখে।

পরে সংবাদ পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ডাকাত চক্রের চার সদস্যকে থানায় নিয়ে আসে।

মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, প্রথমে দস্যুতার মামলা হয়। অটোভ্যান চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় একটি হত্যা মামলা হয়েছে।

ইএইচ

Link copied!