Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ত্রিশালে চলন্ত অবস্থায় তিন বগি রেখে ছুটে গেল ট্রেন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৪:০৬ পিএম


ত্রিশালে চলন্ত অবস্থায় তিন বগি রেখে  ছুটে গেল ট্রেন

ঢাকা- ময়মনসিংহ রেলপথে ত্রিশাল উপজেলার ধলা বাজার এলাকায় চলন্ত অবস্থায় আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস  ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে ধলা - আউলিয়া নগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ  থাকে।

গফরগাঁও  রেলওয়ে স্টেশনে কর্তব্যরত  মাস্টার  মনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গফরগাঁও  রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১২:৫৬মিনিট  সময়ে ছেড়ে যায়। ট্রেনটি  ধলা-আউলিয়া নগর  স্টেশনের মাঝামাঝি স্থানে দুপুর ১:১০মিনিট সময়ে পিছনের তিন বগি রেখে বাফার পয়েন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন  হয়ে যাওয়া কোচ গুলো এসি-গ, এসি-খ, গার্ড+ডাইনিং-ক। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে গফরগাঁও  রেলওয়ে স্টেশনে কর্তব্যরত  মাস্টার  মনোয়ার হোসেন  আরও জানান।

আউলিয়া নগর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান বলেন, এ ঘটনায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে ইঞ্জিন এসে তিনটি বগি নিয়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরএস

Link copied!