Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুরে নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৪:৫২ পিএম


মাধবপুরে নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ মাধবপুরে পৌরসভার নোয়াগাঁও এলাকায় সোনাই নদীর তীর দখল করে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব অভিযান পরিচালনা করে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব  জানান, সোনাই নদী তীর দখল ও দূষণ রোধে অবৈধ দখলদার থেকে নদীর জায়গা উদ্ধার করতে এই অভিযান চালানো হয়েছে। সকালে দিকে পৌরসভার নোয়াগাঁও এলাকায় সোনাই নদীর তীরে  সীমানায় নির্মিত স্থাপনা ও নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ করা হয়।

ইএইচ

Link copied!