Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

৪ হাজার শ্রমিককে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৬:২২ পিএম


৪ হাজার শ্রমিককে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

গাজীপুরে এএমসি নিট কম্পোজিট লিমিটেডের প্রায় চার হাজার শ্রমিক-কর্মীদের মাঝে মণিহারী পণ্যের ঝুড়ি সরবরাহ করা হয়েছে।

দি কটন গ্রুপ (বিএন্ডসির) সঙ্গে সহযোগিতায় ৩৭৫০ জন কর্মীকে বিনামূল্যে চাল, মসুর ডাল, তেল এবং ময়দাসহ নিত্যপণ্য বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় কারখানা প্রাঙ্গণে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেলজিয়ামের কটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস মুরিয়েল ডেজিস্ট।

কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি, এএমসি নিট কম্পোজিট লিমিটেড, দি কটন গ্রুপ, এসপি গ্রুপের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে নিত্যপণ্যগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শুভল চন্দ্র সাহা এবং দ্য কটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস মুরিয়েল ডেজিস্ট।

পণ্য সামগ্রীপ্রাপ্ত পোশাক শ্রমিকেরা হলেন, সুমন চাকমা, রিডালা বেগম, মদিনা, মোসাম্মৎ স্বপ্না আক্তার, সুরুজ্জামান, আসমা খাতুন, শামীম, জেসমিন আক্তার, লিপি আক্তার, সোমা আক্তার প্রমুখ।

ইএইচ

Link copied!