Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নরসিংদীতে স্কুলছাত্রী ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৬:৫৪ পিএম


নরসিংদীতে স্কুলছাত্রী ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নরসিংদীর পলাশে মক্তব থেকে ফেরার পথে (৮) বছরের এক শিশুকে বাড়িতে ঢেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে অভিযুক্ত ধর্ষক আব্দুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রহমান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।

ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে মসজিদের মক্তব থেকে ফেরার পথে ঘোড়াশাল বাগপাড়া গ্রামের কিরণ মিয়ার বাড়ির কাছে আসার পর আগে থেকেই ওঁতপেতে থাকা অভিযুক্ত আব্দুর রহমান ওই শিশুটিকে কৌশলে একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত আব্দুর রহমানকে আদালতে পাঠানোসহ ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!