Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বাঞ্ছারামপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৮:৪০ পিএম


বাঞ্ছারামপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্যবিবাহ বন্ধকরণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম ভূইয়া বকুল, জলি আক্তার, পৌর মেয়র মো. তফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন, কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দীন, ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি, সমকালের প্রতিনিধি মো. আমজাদ হোসেন সজল প্রমুখ।

ইএইচ

Link copied!