কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৯:০৮ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৯:০৮ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন স্মার্ট মোবাইল ফোন রাখার দায়ে এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক উপজেলার সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সৈকত হোসেন। কেন্দ্রে ডিউটি দায়িত্ব পালনকালে তার স্মার্ট মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলেন, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তার স্মার্টফোনটি জব্দ করেন। পরে তার ফোনের ভেতরে প্রশ্নপত্রের উত্তর দেখতে পান।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, কেন্দ্রের ভিতরে ডিউটিরত অবস্থায় তার স্মার্টফোনে ছবি ও উত্তরপত্র পাওয়া যায়। এর দায়ে তাকে একমাস বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়।
ইএইচ