Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

পরীক্ষা চলাকালে মোবাইল ফোন রাখার দায়ে শিক্ষককে জেল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৯:০৮ পিএম


পরীক্ষা চলাকালে মোবাইল ফোন রাখার দায়ে শিক্ষককে জেল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন স্মার্ট মোবাইল ফোন রাখার দায়ে এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।

মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক উপজেলার সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সৈকত হোসেন। কেন্দ্রে ডিউটি দায়িত্ব পালনকালে তার স্মার্ট মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলেন, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তার স্মার্টফোনটি জব্দ করেন। পরে তার ফোনের ভেতরে প্রশ্নপত্রের উত্তর দেখতে পান।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, কেন্দ্রের ভিতরে ডিউটিরত অবস্থায় তার স্মার্টফোনে ছবি ও উত্তরপত্র পাওয়া যায়। এর দায়ে তাকে একমাস বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়।

ইএইচ

Link copied!