Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পানছড়িতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১০:২০ এএম


পানছড়িতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ সিদ্দিক হোসেন (৩৩) ও মো. ইমন হোসেন(২৪) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার উপ- পরিদর্শক (এসআই)সুমন চন্দ্র হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ পানছড়ি থানা এলাকার ৪ নং ওয়ার্ডস্থ যৌথ খামার মারমা পাড়া গামী তিন রাস্তার মোড়ে আসামীদের তল্লাসী করে তাদের নিকট হইতে ১কেজি গাঁজাসহ সিদ্দিক হোসেন (৩৩) ও মো. ইমন হোসেন(২৪) দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সিদ্দিক হোসেন (৩৩), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার  বাঁশবাজার এলাকার বাসিন্দা মো. ইদ্রিস মিয়ার ছেলে। মো. ইমন হোসেন(২৪), কুমিল্লা জেলার তিতাস উপজেলার মাছুমপুর, কলাকান্দি (উত্তর পাড়ার সফর আলীর ছেলে। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।

এইচআর

 

Link copied!