Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শাহজাদপুরে বজ্রপাতে কৃষক নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০১:০৭ পিএম


শাহজাদপুরে বজ্রপাতে কৃষক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান হাবিব (২৮) উপজেলার পোরজনা ইউনিয়নের চর কাঁদাই গ্রামের লিয়াকত বেপারীর একমাত্র সন্তান।

নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে ধানের চারা রোপনের জন্য জমি প্রস্তুত করতে মাঠে যায় হাবিব ও তার পিতামাতা। হঠাৎ বৃষ্টি শুরু হলে দৌড়ে সেচের মোটর ঘরে উঠতে নিলে বজ্রপাতে হাবিব মাটিতে লুটিয়ে পড়ে।

এরপর অচেতন অবস্থায়  উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাড়িতে এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে সমাজকর্মী এবং কাঁদাই বাদলা গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার আল মাহমুদ জানান, বৃহস্পতিবার সকালে হাবিব কৃষি কাজ করতে মাঠে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।

এইচআর

Link copied!