Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন চলছে

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০১:৪২ পিএম


মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন চলছে

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৪-২৫) নির্বাচন শুরু হয়েছে। জেলা আইনজীবী সমিতির ৪শ১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনে সকাল ১০ থেকে শুরু হয়ে বিকেল ৫ পর্যন্ত ভোট গ্রহণ চলবে।  ১৫ পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করছেন ২৫ জন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার এ্যাড.ভুপতি রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কমিশনার হলেন, এ্যাড. অঞ্জন কুমার সুত্রধর এ্যাড. আব্দুল মুমিত চৌধুরী, এ্যাড. অম্লান দেব রাজু।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন, এডভোকেট মো: কামরেল আহমেদ চৌধুরী ও এডভোকেট মো. কামাল উদ্দিন চৌধুরী।

সহ- সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন, এডভোকেট দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত ও এ্যাড,মো: আব্দুল মতিন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন,এ্যাড. কৃপাসিন্ধু দাশ,এ্যাড. মো. জয়নুল হক,এ্যাড,মো. জাহেদুল ইসলাম, এ্যাড,মো:মাহবুবুল আলম,এ্যাড মো. নুরুল ইসলাম।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন,এ্যাড. হাফিজ আব্দুল আলিম, এ্যাড. নজরুল ইসলাম -১, এ্যাড. সৈয়দ সিরাজুল ইসলাম ও এ্যাড. দানিয়েল আহমদ। 

পাঠাগার সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছে এ্যাড,মো. মনজুরুল মাহবুব আলম ও এ্যাড,জাহেদুল হক।

এছাড়াও জুনিয়র সদস্য পদে এ্যাড. মো. মাসুদ আলী, এ্যাড, মিলন কুমার সিনহা,এ্যাড, মো. আব্দুল মতিন-২, ফজলে এলাহী, এ্যাড মো. বুলবুল আহমদ, এ্যাড মো. ছানোয়ার হোসেন।

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মহিলা সম্পাদক পদে এ্যাড, সুপ্তা দাশ গুপ্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মো. ইমরান মিয়া লস্কর, সিনিয়র সদস্য পদে এ্যাড মো. শেখ হাবিবুর রহমান ও এ্যাড মামুনুর রশীদ।

এইচআর

Link copied!