Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঘরের ভেতর মিলল অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০২:৩৫ পিএম


ঘরের ভেতর মিলল অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানা শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় করিম নামে একজনকে আটকসহ দুইটি দেশীয় পিস্তল একটি শর্টগানের নল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

এর আগে বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ নলুয়াপাড়া এলাকায় এই অস্ত্র তৈরির কারখানা শনাক্ত করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার জানায়, দীর্ঘদিন ধরে এই নিতাইগঞ্জ এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে অস্ত্র সরবরাহ করা হয় এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানা ও এই কাজের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার ও দুটি দেশীয় রিভারবাল একটি শর্টগানের নল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানায়, নব্বই দশকের দিকে করিম মিয়া এই শহরে আসেন। তিনি বোনের বাড়ির পেছনে এই অস্ত্র তৈরির কারখানা করেন। পাশাপাশি তিনি কবুতর পালন করতেন। এই অস্ত্র তৈরি করে তিনি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

এ কাজের সঙ্গে তার দুজন সহযোগী ছিলেন বলে করিম মিয়া বিষয়টি পুলিশকে অবগত করেন।

ইএইচ

Link copied!