Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গায় শহীদ দিবসে ভাষা সাংস্কৃতিক মেলার উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০২:৪৪ পিএম


মাটিরাঙ্গায় শহীদ দিবসে ভাষা সাংস্কৃতিক মেলার উদ্বোধন

যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ভাষা সাংস্কৃতিক মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা সাংস্কৃতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভাষা সাংস্কৃতি মেলা উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম।

মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টার মো. আসগর হেসেনের সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন- মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজী, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদারসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্কুলের শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, একুশের চেতনাকে বুকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

ইএইচ

Link copied!