Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৪:১৯ পিএম


মির্জাপুরে ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীর বাবা ছিটমামুদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ের পোষ্টকামুরী চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজেলার ভাওড়া নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু রায়হান (১৯) মির্জাপুর পৌরসদরের আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার ছাত্র। নিহতের আজকে গণিত পরীক্ষা ছিল।

আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার সুপারিটেনডেন্ট মোহাম্মদ ফজলুল করিম বলেন, ছেলেটির এমন মৃত্যুতে ভিষণভাবে মর্মাহত হয়েছি। ও খুবই ভদ্র একটি ছেলে ছিল। এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশ নেওয়ায় আগে সে হাফেজি সম্পন্ন করেছিল।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

ইএইচ

Link copied!