Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফরিদগঞ্জে শিশু বলাৎকারের ঘটনায় যুবক আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৫:৪২ পিএম


ফরিদগঞ্জে শিশু বলাৎকারের ঘটনায় যুবক আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে ডিম কিনতে গিয়ে ১২ শিশুকে অস্ত্র ঠেকিয়ে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগে দায়ের পর পুলিশ অভিযুক্ত মো. আল-আমিনকে (৩৫) আটক করেছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা বিষকাটালি এলাকায় গত মঙ্গলবার শিশুটি ডিম ক্রয় করার জন্য পার্শ্ববর্তী দোকানে যায়। শিশুটি ডিম না পেয়ে বাড়িতে ফেরার পথে বখাটে আল-আমিন ডিম কিনে দিবে বলে পাশের ভূঁইয়ার বাগানে নিয়ে যায়। এ সময় আল-আমিনের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বলাৎকার করে। শিশুটি কান্না করতে করতে বাড়িত যায়।

পরিবারের লোকজন কান্নার কারণ জানতে চাইলে সে ঘটনাটি জানায়। এরপর শিশুটির মা বুধবার থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ভিত্তিতে ওই রাতেই থানার উপপরিদর্শক এসআই মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ পিরোজপুর বাজার থেকে অভিযুক্ত আল-আমিনকে আটক করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ১২ বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় অভিযুক্তকে আটক করে  বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!