Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৬:২৪ পিএম


উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৬

কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। 
বুধবার গভীররাতে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হাবিবুর রহমান হবি (৪৭), আহাদ আলী (৪৫), শামীম হোসেন (২৫), শাহ আলম (৩০), ছাদেকুল ইসলাম (২৬) ও মিজানুর রহমান (৪৬)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমান অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামে হাবিবুর রহমানের বসতবাড়ির ভেতরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!