Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে ২ মাদককারবারির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৬:৪৯ পিএম


রাজবাড়ীতে ২ মাদককারবারির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে আ. মান্নান ও শাহিদা বেগম নামের ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।

আ. মান্নান যশোর কোতয়ালী থানার বাজুয়াডাঙ্গা গ্রামের সৈয়দ গোলামের ছেলে ও শাহিদা বেগম মনিরামপুর থানার হাকোবা গ্রামের হোসেন আলির স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় প্রদান করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের অতিরিক্ত পিপি আবু বক্কর বলেন, ২০০৯ সালের ৯ জুন গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে আসামিদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আসামি আ. মান্নান ও শাহিদা বেগমকে সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!