Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে মাদক কারবারি আটক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৮:১৬ পিএম


ফেনীতে মাদক কারবারি আটক

ফেনীতে ৮ হাজার ৭শ পিস ইয়াবাসহ সাগর হোসেন মুন্না (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে একইদিন ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় স্টপেজ করা যাত্রীবাহী সিডিএম পরিবহনের তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক মুন্না চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো. ইলিয়াছের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে আমাদের কয়েকটি টিমে ভাগ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল, মহিপালসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

এ সময় লালপোল বাসস্ট্যান্ডের কাছে চট্টগ্রাম থেকে থেকে ঢাকা মুখী সিডিএম পরিবহনের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!