Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হবিগঞ্জে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১০:৫৪ এএম


হবিগঞ্জে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জে মাধবপুর উপজেলার গেইটঘর শাহপুর বাজার এলাকার নতুন স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিকে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল  বলেন, অবৈধ দখলদারকে নোটিশ দেওয়ার পরও  স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। এ কারণে গেইটঘর শাহপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা।

এ অভিযানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ও আনসার সদস্যরা এ কাজে সহযোগিতা করেন।

বিআরইউ

Link copied!