Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাঁশখালীতে কথা কাটাকাটির জেরে খুন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৩:০৩ পিএম


বাঁশখালীতে কথা কাটাকাটির জেরে খুন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা ৩নং ওয়ার্ডস্থ বাহারুল্লাহপাড়ায় মায়ের দোয়া বেকারির ভেতরে শাহ আলম নামে একজন কর্মচারী খুন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মেয়েকে উত্ত্যক্ত করার জের নিয়ে বেকারীর অন্য কর্মচারী মাহবুবের সাথে কথা কাটাকাটি হয় শাহ আলমের। পরে মালিকপক্ষ এসে বিষয়টি সমাধান করে।

কিন্তু গভীর রাতে লাঠি দিয়ে শাহ আলমের মাথায়, চোখ, ডান কানে আঘাত করে চলে যায় মাহবুব। পরে সবাই ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখতে পায় শাহ আলম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সেখান থেকে শাহ আলমকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত শাহ আলম চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার দক্ষিণ রুপকানিয়া ৯নং ওয়ার্ডের মাইজপাড়ার মৃত নুর আহমেদের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, সামান্য কথা কাটাকাটির জেরে শাহ আলম নামের একজন লোক খুন হয়। আমরা লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার নাই তবে এজাহার প্রাপ্তি সাপেক্ষে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!