Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই নারী ওমরা হজযাত্রী নিহত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৫:০৯ পিএম


আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই নারী ওমরা হজযাত্রী নিহত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী ওমরা হজযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় এলাকায় দুর্ঘটনা ঘটে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৫০) ও লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম (৫৫)।

আহতরা হলেন, গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান (৪৭), তার স্ত্রী রেশমা খাতুন (৩৯) এবং আবদুস সামাদ গাজীর ছেলে হুমায়ুন কবির।

থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়েছে। দুই চালকের কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকে অভিযান চলছে।

ইএইচ

Link copied!