Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৫:৫৫ পিএম


টাঙ্গাইলে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গণে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরহাদ আলী। বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক যুগ্মসচিব মৃদুল কান্তি ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ফাহমিদা রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আজিজুল হোসাইন সাঈদ, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সহকারী পরিচালক খন্দকার ফারহানা রহমান সোমা প্রমুখ।

পরে মরণোত্তর, প্রাক্তন শিক্ষক এবং বিদ্যালয়ের জন্য বিশেষ অবদান রাখার জন্য ৩৭ জনকে সংবর্ধনা দেয়া হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুল জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এ আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ফাহমিদা রহমান জানান, প্রথমবারের মতো বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হলো। এতে প্রায় ২ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বর্তমানে এ বিদ্যালয়ে ২৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক রয়েছে।

ইএইচ

Link copied!