Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাটহাজারীতে গণপিটুনিতে যুবক নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০২:৩৫ পিএম


হাটহাজারীতে গণপিটুনিতে যুবক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে গণপিটুনিতে মো. আসাদুজ্জামান রাহাত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার ভোরে পৌরসভার নূর মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুর গ্রামে বলে জানা গেছে। সে একজন পেশাদার চোর ছিল বলে জানান স্থানীয়রা।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার নূর মসজিদের পশ্চিম পাশের মাওলানা হাবিবুল্লাহর বাড়িতে চুরি করতে যায় রাহাত। এ সময় আশপাশের মানুষের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে আটক করে গণধোলাই দেয়। এতে রাহাত গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

খবর পেয়ে মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে লাশটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা জানান, গণপিটুনির শিকার একজনকে সকালে জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে মডেল থানার উপ-পরিদর্শক মো. হাসান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষথেকে লিখিতভাবে কোন অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!