Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৩:৫৮ পিএম


কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে মিউজিক বক্সে লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মন্দাদিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ওই এলাকার কোহিনুর রহমানের পুত্র। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘরে মিউজিক বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিশুটি সবার অজান্তে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার নানি বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!