Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪,

ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ রোহিঙ্গা দগ্ধ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৫:২৭ পিএম


ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ রোহিঙ্গা দগ্ধ

নোয়াখালী হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন 

শনিবার সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। পরে তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহতরা হলেন- সফি আলম (১২) রবিউল (৫) সোহেল (৫) রাসেল (৩) মোবাশের (৩২) বসির উল্যা (১৫) রশমিদা (৩) জোবায়দা (১১) আমেনা খাতুন (২৪)।  

ভাসানচর থানার ওসি কাওসার আলম ভুঁইয়া বলেন, সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে আব্দুর শুকুরের রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়।  একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৫ শিশুসহ ৯ জন আহত হয়।

ইএইচ 

Link copied!