Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কৃষক কাশেম হত্যা: স্ত্রী-শ্বশুরসহ গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৯:০৬ পিএম


কৃষক কাশেম হত্যা: স্ত্রী-শ্বশুরসহ গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ির পাশের সয়াবিন খেত থেকে উদ্ধারকৃত মো. আবুল কাশেম (৩০) নামের এক কৃষক হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার বিকালে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মো. গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত কাশেমের শ্বশুর আলী আক্কাস (৫৫), শ্যালক মো. জহির উদ্দিন (২৮), স্ত্রীর বড়বোন আকলিমা বেগম (২৫), স্ত্রী তাছলিমা বেগম (২২) ও শ্যালিকা তাহমিনা আক্তার (২০)।

তারা সবাই কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরজাঙ্গালিয়ার বাসিন্দা।

গত শুক্রবার দিবাগত রাতে তাদের নিজ এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত করা হয়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!