Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার সচেষ্ট: দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৯:২০ পিএম


রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার সচেষ্ট:  দীপু মনি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ধর্মীয় পোশাকের চেয়ে ধর্মীয় আচরণের ক্ষেত্রে আরও একটু মনোযোগী হলে মজুতদারি এবং অতিরিক্ত মুনাফা করার মানসিকতা থাকবে না।’

শনিবার দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘সামনে রমজান আসছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। রমজানে মানুষ যেন স্বস্তির মধ্যে থাকে। স্থানীয় প্রশাসন, পুলিশ কাজ করবে। পাশাপাশি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ যদি সঠিকভাবে কাজ করে তাহলে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সম্ভব। আর অন্যান্য সকল সমস্যা সমাধানে সরকার কাজ করছে।’

মন্ত্রী বলেন, ‘রমজান সংযমের সময়। ব্যবসায়ীরা যেন রমজানে ব্যবসার ক্ষেত্রে সংযম প্রদর্শন করেন। আর ক্রেতাসহ আমরা সবাই যেন সংযমের চর্চা করতে পারি। আর ধর্ম হলো চর্চার বিষয়। আমি শুধু বাইরে পোশাকে দেখালাম, কিন্তু ধর্মের যে মূল্যবোধ সেটির চর্চা যদি না করি তাহলে হয়ত খুব ভালো করতে পারবো না। সরকার একা সব কিছু করতে পারে না। সবার সহযোগিতা প্রয়োজন।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান ইমাম বাদশাসহ প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!