Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পক্ষে ছাত্রলীগের শিক্ষাসামগ্রী বিতরণ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৪:৪৪ পিএম


চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পক্ষে ছাত্রলীগের শিক্ষাসামগ্রী বিতরণ

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি নওফেলের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর জামাল খান ওয়ার্ডে শিক্ষাসামগ্রী ও বিশুদ্ধ সুপেয় পানি ও টিস্যু বিতরণ করা হয়।

শিক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে- ফাইল, কলম, স্কেল, রাবার, পেন্সিল ও জ্যামিতি বক্স।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলামের উদ্যোগে রোববার চট্টগ্রাম নগরীর জামালখান খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ শিক্ষাসামগ্রী ও সুপেয় পানি বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সাদ্দাম, ছাত্রনেতা সাঈদ আল যাবের, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক তানভীর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরি, ছাত্রনেতা রুমেল খান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক ইয়াছিন আরাফাত, সদস্য রায়হান, বিজয় রাজ, ছাত্রনেতা ইমতিয়াজ, বাঁধন, ইমন, প্রান্ত প্রমুখ।

ইএইচ

Link copied!