Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

নকলের দায়ে চার এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৭:১২ পিএম


নকলের দায়ে চার এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

টাঙ্গাইলের মির্জাপুরে নকল করার অপরাধে চার এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার দায়িত্বপ্রাপ্ত স্ব-স্ব কেন্দ্র সচিব তাদের বহিষ্কার করেন।

জানা যায়, মির্জাপুর পৌরসদরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বাঁশতৈল মনছুর আলী উচ্চবিদ্যালয় ভেন্যুগুলোতে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃতরা হলেন, দরানীপাড়া উচ্চ বিদ্যালয়ের আল আমিন, গ্রামবাংলা বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল কলেজের আসিফ মিয়া, ছিটমামুদপুর উচ্চ বিদ্যালয়ের আহাদ সিকদার ও মির্জাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সুস্মিতা রাজবংশী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, নকল কারার দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে অসাধু উপায় অবলম্বন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!