Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১২:১৭ পিএম


মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে মোরসালিন (৩২) নামে এক মাদক কারবারিকে শ্বসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মোরসালিন ওই ইউনিয়নের মিনারকোট গ্রামের নূর মোহাম্মদের ছেলে। ঘটনার পর ঘাতক আব্দুল্লাহ পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোরসালিন ও শিবনগর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে আবদুল্লাহ উভয়ই মাদক ব্যবসায়ী ছিলেন। আব্দুল্লাহ শনিবার দিনগত রাতে মোরসালিনকে দাওয়াত করে তার ঘরে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। একপর্যায়ে আব্দুল্লাহর ঘর তালাবদ্ধ দেখে সন্দেহ হলে জানালা দিয়ে উকি দিলে মেঝেতে মোরসালিনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে তালা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, আব্দুল্লাহকে আটকে পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আব্দুলাহের বিরুদ্ধে ১৬টি এবং মোরসালিনের বিরুদ্ধে চারটি মাদকের মামলা রয়েছে।এআরএস

Link copied!