ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০১:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০১:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ পাঁচ কালোবাজারিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় র্যাব-৯।
র্যাব জানায়, গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল হাকিম(৩৫), পিতা- শহিদ মিয়া, মো. জাকির হোসেন(৪৮), পিতা- ওসিউর রহমান, মো. রুবেল মিয়া (৩২), পিতা- নুরুল ইসলাম, মো. শাহিন মিয়া (৪০), পিতা- মৃত মাহাতাব উদ্দিন মো. সাজ্জাদ মিয়া (২৮), পিতা- মৃত সামছু মিয়া ওরফে মুর্শিদ মিয়া।
এ সময় তাদের কাছ থেকে নিজের ব্যবহৃত স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ১২৯ আসনের ৫৯টি অনলাইন টিকেট, ৭ টি মোবাইল ফোন এবং টিকেট বিক্রয়ের নগদ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়।আগামীতেও র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
এআরএস