Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাঝরাতে আগুনে পুড়ে ছাই কৃষক কামালের স্বপ্ন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৩:২৭ পিএম


মাঝরাতে আগুনে পুড়ে ছাই কৃষক কামালের স্বপ্ন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমা গ্রামের কামাল হোসেনের পানের বরজে  শত্রুতার করে আগুন ধরিয়ে দেয়।যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায়ই ৪ লক্ষ টাকা।

প্রত্যেকের সূত্র জানা গেছে গতকাল  দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পশ্চিমা গ্রামের কামাল হোসেনের পান বরজে হঠাৎই আগুন জ্বলা দেখতে পান এলাকাবাসী।
তৎক্ষণাৎ এলাকাবাসীর চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে আগুন নিভাতে চেষ্টা করে। পরে৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিস টিম আসে।

এর আগেই এলাকাবাসীর চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন তারা। ততক্ষণে কামাল হোসেনের  প্রায় এক বিঘা জায়গার ৪০ পিলির পানবরজ পুড়ে  ছাই হয়ে যায়।যার ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা । 

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। এরই মধ্যে পান বরজের ৪০ পিলি পান গাছ সহ বরজের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই পানের বরজে কেউ শত্রুতা করে আগুন ধরিয়ে দিয়েছে। 

পান বরজের মালিক কামাল হোসেন জানান, আমার সঙ্গে  কারোর কোন শত্রুতা নেই।কিন্তু রাতের আধারে কে বা কারা আমার পানের বরজে আগুন দিয়েছে আমি জানি না। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। 

আরএস

Link copied!