পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৭:৪৬ পিএম
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৭:৪৬ পিএম
রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলি ও ককটেল বোমাসহ দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে দুইটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কাতুর্জ এবং ছয়টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে মোঃ কফিল উদ্দিন ওরফে কইফে(২৭) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন(২২)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানায়, গত ২৩ ফেব্রুয়ারি পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার শিহাব নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া মতে ও পুলিশের তদন্তে বেড়িয়ে আসে পাংশা থানার কিছু দাগি আসামি পালিয়ে ভারতে অবস্থান করছে। তাদের নির্দেশনা অনুযায়ী টাকার বিনিময়ে একটি গ্রুপ হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পুলিশের তদন্তের যাদের নাম উঠে এসেছে তাদের অনুসরণ করে গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা টাকার বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এই গ্রুপের বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
বিআরইউ