Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সুন্দরবনে বাঘের মুখ থেকে বাঁচলো ৩১ পর্যটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১০:১৫ এএম


সুন্দরবনে বাঘের মুখ থেকে বাঁচলো ৩১ পর্যটক

সুন্দরবনে ঘুরতে এসে সুন্দরবনে গহীনে প্রবেশ করে পথ হারিয়ে ফেলেছিলেন ৩১ পর্যটক। প্রায় ৪ ঘণ্টা বনের মধ্যে আটকা ছিলেন তারা। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ ও বনরক্ষীরা।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পর্যটন স্পট করমজল এলাকা সুন্দরবনের গহীন থেকে তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ও করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাটের চিতলমারি থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩১ জনের একটি কিশোর পর্যটক দল সুন্দরবনের করমজলে ভ্রমণে আসে। বন বিভাগের কাউকে কিছু না জানিয়ে পায়ে হেঁটে তারা বনের গহীনে চলে যায় এবং পথ হারিয়ে ফেলে। সেখান থাকা বাঘ ও বিভিন্ন বন্যপ্রাণির ভয়ে তারা আতঙ্কিত হয়ে পড়ে।

করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, যে এলাকায় এ ৩১ পর্যটক প্রবেশ করেছে, সেখানে আগ্নেয়াস্ত্রসহ বনরক্ষী ছাড়া কেউ প্রবেশ করে না। ওখানে বাঘ ও হিংস্র বন্যপ্রাণির আনাগোনা রয়েছে। বাঘের আবাসস্থলে গিয়ে থামে পর্যটকরা। ভাগ্যের ফলে জীবন নিয়ে ফিরে আসতে পেরেছে তারা। আরেকটু দেরি হলে হয়ত বড় বিপদ হতে পারতো। মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, দুপুরের পর জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন আসে সুন্দরবনের করমজলের ৩১ জন পর্যটক পথ হারিয়ে বনের গহীনে আটকা পড়েছে। পরে বনের গহীনে তল্লাশি করে তাদের উদ্ধার করতে সক্ষম হই। এরপর নিরাপদে তাদের নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!