Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদককারবারি আটক

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১০:৩১ এএম


নেত্রকোণায় ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদককারবারি আটক

নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ও ২৩ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে সদর উপজেলার ফচিকা গ্রাম ও বারহাট্টা উপজেলার দশধার ব্রিজের কাছ থেকে তাদেরকে আটক করা হয়।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম (পিপিএম) ও বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম পৃথক বিবৃতিতে আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

মডেল থানার ওসি আবুল কালাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামায়ুন কবির’র সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার ফচিকা গ্রাম থেকে শরিফুলকে ৪০ পিস ইয়াবাসহ আটক করে।

অপরদিকে বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা-কলমাকান্দা সড়কের দশধার ব্রিজে থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৩ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা সোহেলকে আটক করে।

পরে, আটককৃত শরিফুল ও সোহেল’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও আমার সংবাদকে জানিয়েছেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান।

ইএইচ

Link copied!