Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১২:৫৩ পিএম


রাজবাড়ীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

রাজবাড়ীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগষ্টিক সেন্টারে অভিযান শুরু করেছে সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার সকালে জেলা সদরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানের নেতৃত্ব দেন ডা. গাফফার হোসেন।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দশটি বিষয় বাস্তবায়নের জন্য এই অভিযান চালানো হচ্ছে। সরকারি এই নিয়ম মেনে যাতে তারা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে। তারা এই নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, সারা দেশের ন্যায় একযোগে রাজবাড়ীর পাঁচটি উপজেলায় এই অভিযান চলছে। সবাই যাতে এই নিয়ম মানে সে ব্যাপারে বোঝানো হচ্ছে। পাশাপাশি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করা হবে।  

ইএইচ

Link copied!