Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাটোরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০১:৩০ পিএম


নাটোরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে নাটোরে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আলাইপুরস্থ অনিমা চৌধুরি অডিটোরিয়ামে র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মো. ওয়ালিউল হাসান, সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুঁইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরূল কবির ভুঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন সাধারণ মানুষের উন্নয়ন ও সেবার অধিকার নিশ্চিতকল্পে সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করেছে। এখন একজন সাধারণ মানুষ চাইলেই সরকারি অফিসে তার অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে। আর এর জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা।

ইএইচ

Link copied!