Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাঁদপুর ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৪:০২ পিএম


চাঁদপুর ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে নৌ পুলিশের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মোহনপুর নৌ ফাঁড়ির এ এস আই মানিক এ তথ্যটি নিশ্চিত করে বলেন, গেল রাতে মেঘনা নদীতে অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় ট্রলারযোগে ৩ যাত্রীকে দেখতে পেয়ে  তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌপুলিশের সদস্যরা স্প্রীডবোটযোগে তাদের গতিরোধ করে ও  ট্রলার তল্লাশি করে ৩টি সাদা বস্তাভর্তি ব্যাগ দেখতে পায়। বস্তা খুলে নৌপুলিশের সদস্যরা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে গাঁজা দেখতে পায়।

তাৎক্ষণিক আমরা ট্রলারে থাকা ৩জন মাদককারবারি, ৪৪ কেজি গাঁজা ও বহনকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করি।

এ ব্যাপারে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান,  জব্দকৃত গাঁজা ও আটককৃত ৩ জন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, জব্দকৃত গাঁজার  মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা বলে জানান তিনি।

ইএইচ

Link copied!