জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৫:৪০ পিএম
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৫:৪০ পিএম
নীলফামারীর জলঢাকায় ৬৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ চেকপোস্ট উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের কাকড়ার চৌপথি বাজার এলাকা থেকে ৬৬ বোতল ফেনসিডিলসহ আরাফাত ইসলাম (২২) নামে এক যুবককে আটক করে। আরাফাত ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া এলাকার সাফিউল আলমের ছেলে।
পুলিশ জানান, বিশেষ কায়দায় কালো কাপড় দ্বারা তৈরি বডি ফিটিং অবস্থায় ৬৬ বোতল ফেনসিডিলসহ আরাফাত ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন,``মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রহিয়াছে।``
এই্চআর