Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ‘চিহ্নিত সন্ত্রাসী’ নিহত

যশোর প্রতিনিধি:

যশোর প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১২:২৯ পিএম


যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ‘চিহ্নিত সন্ত্রাসী’ নিহত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছে। আজ বুধবার দিবাগত রাতে যশোর শহরের শংকরপুর বটতলা সংলগ্ন এলাকায় ঘটনাটি। আকাশ এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহত আকাশের স্ত্রী জানান, পূর্ব শত্রুতা জের ধরে একই এলাকার তানভিরের সাথে তার বিরোধ চলে আসছিলো। কিছুদিন আগে তানভীর আকাশকে মোবাইল ফোনে কয়েক দফা হত্যার হুমকি দেয়। ওদিন রাতে তাকে ফোন করে নিয়ে ডেকে নিয়ে যায়, সাব্বির  তানভিরসহ ৫/৭জন। এ সময় তানভীর সাব্বিরের নেতৃত্বে তারা আকাশকে ছুরিকাঘাত করে।

পরে লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালের ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি আটক করতে পুলিশ মাঠে রয়েছে।

নিহত আকাশের বিরুদ্ধে চুরি ছিনতাই সহ বহু মামলা ও অভিযোগ রয়েছে যশোর  কোতোয়ালি থানায় থানায়।

বিআরইউ

Link copied!