Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

কুমিল্লার তিন পুলিশ কর্মকর্তা পেলেন পিপিএম সেবা পদক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৩:৫৪ পিএম


কুমিল্লার তিন পুলিশ কর্মকর্তা পেলেন পিপিএম সেবা পদক

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেনকে পিপিএম পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ (পিপিএম)-সেবা পদক পেয়েছেন কুমিল্লার তিন কর্মকর্তা।

তারা হলেন- চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন ও চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করেন।

এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছি। এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

কৃতজ্ঞতা জানাই বাবা-মা, সকল সিনিয়র স্যার ও আমার প্রিয় সহকর্মীদের প্রতি। মানুষের সেবায় বাকি জীবন নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

ইএইচ

Link copied!