Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধামইরহাটে পাওয়ার টিলার চাপায় বৃদ্ধের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৪:২১ পিএম


ধামইরহাটে পাওয়ার টিলার চাপায় বৃদ্ধের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে পাওয়ার টিলার চাপায় জিল্লুর রহমান (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের শল্পী বাজার নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববতী রুপনারায়ণপুর এলাকা ও জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মামুনুর রশীদ এর পিতা।

স্থানীয়রা জানান, ঘটনার সময় নিহত জিল্লুর রহমান ছেলের বাড়িতে দুপুরের খাবার উদ্দেশ্যে রাস্তার এপার থেকে ওপার হচ্ছিল। পথে এক বেপরোয়া পাওয়ার টিলার তাকে ধাক্কা দিলে চাকার তলে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে ঘাতক চালক ও হেলপার ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে পাওয়ার টিলার জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালক ও হেলপারকে আটক করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এইচআর

Link copied!