Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে হামলায় ৩ এসএসসি পরীক্ষার্থী আহত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৬:৫৩ পিএম


বাকেরগঞ্জে হামলায় ৩ এসএসসি পরীক্ষার্থী আহত

বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুরে তুচ্ছ ঘটনার জের ধরে সিনিয়রদের হামলায় ৩ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

আহতরা হলেন- আরিফ হাওলাদার (১৬), আসিফ খলিফা (১৬) ও সিফাত হাওলাদার (১৬)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধ বাজার সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটেছে।

সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষার বুধবার ছিল তথ্য ও যোগাযোগ পরীক্ষা। পরীক্ষা শেষে কাকরধা একেএম ইনস্টিটিউশনে বসে কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের এইচএসসি পড়ুয়া সায়েম এক এসএসসি পরীক্ষার্থীর (মেয়ের) সঙ্গে কথা বলছিল। এ সময় এসএসসি পরীক্ষার্থী আরিফ হাওলাদার তাকে ওই মেয়ের সাথে কথা বলতে নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সায়েমকে একটা থাপ্পড় দেয়।

পরবর্তীতে বিষয়টি সায়েমের বন্ধুরা জানতে পেরে বেলা ১১টা ২০ মিনিটের সময় বাড়িতে যাবার পথে সায়েম, তার বন্ধু রিফাত, সিয়াম ও শাওনসহ ৬-৭ জন মিলে এসএসসি পরীক্ষার্থী আরিফদের উপর হামলা ও মারধর করে। এতে আরিফ, আসিফ ও সিফাত রক্তাক্ত জখম হয়।

ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুর রহমান জানান, হামলায় ৩ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

ইএইচ

Link copied!